Khoborerchokh logo

১৫আগস্ট ১৯৭৫ সাল ও ২১ আগস্ট ২০০৪সালের ভয়াবহ হামলা স্মরণে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত । 661 0

Khoborerchokh logo

১৫আগস্ট ১৯৭৫ সাল ও ২১ আগস্ট ২০০৪সালের ভয়াবহ হামলা স্মরণে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত ।

আলমগীর কবীর
স্বাধীনতার স্থপতি জাতির পিতা প্রয়াত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট ১৯৭৫ সাল ও ২১ আগস্ট ২০০৪সালের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে জেলার পিটিআই স্কুলের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে গাজীপুর মহানগর আয়ামী যুবলীগের শোক সভার আলোচনা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
 গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক মো. কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, আব্দুর রউফ নয়ন, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল হাদী শামীম, যুবলীগের মহানগর কমিটির নেতা আলমগীর হোসেন, দেলোয়ার হোসেন বাদল,সাবেক ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদ ও স্বেচ্ছাসেবক লীগের মহানগর কমিটির সভাপতি সঞ্জিত কুমার মল্লিক প্রমুখ।
সভা শেষে ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া ও তবারক বিতরণ করা হয়। এ সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও যুবলীগের সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।অনুষ্ঠান পরিচালনায় ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ন-আহবায়ক,মো: আলমগীর হোসেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com